নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। ১৪ ডিসেম্বর শনিবার রাতে কাপাসিয়া এলাকায় নালিতাবাড়ী-নকলা সড়কে ওই দূর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হচ্ছেন, স্থানীয় কাপাসিয়া গ্রামের আব্দুর রশিদ (৫০) ও তার স্ত্রী হরবলা বেগম (৪৫)।
জানা যায়, রাত ৮টার দিকে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে নালিতাবাড়ি পৌর শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে কাপাসিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিচালিত ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্বামী-স্ত্রী গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে তাদের মৃত্যু হয়।
নালিতাবাড়ী থানার এসআই মো. নজরুল ইসলাম সালাম জানান, এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় একটি মামলা রুজু হয়েছে।