স্টাফ রিপোর্টার : শেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী আর.কে এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জেলা বাস-কোচ মালিক সমিতির উপদেষ্টা কানাই লাল গুপ্ত (৬৮) পরলোকগমন করেছেন। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ১৪ ডিসেম্বর শনিবার ভোর ৫ টায় শহরের পুরাতন গরুহাটি এলাকার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিঁনি স্ত্রী, দুই ছেলে তিন মেয়ে রেখে গেছেন। বিকেলে শহরের শেরী পৌর মহাশশ্মানে শেষকৃত্য সম্পন্ন হয়।
তাঁর মৃত্যুতে সংসদ সদস্য আতিউর রহমান আতিক, উপজেলা চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন, পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, চেম্বার সভাপতি গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি সানোয়ার হোসেন ছানু, সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, শ্যামলবাংলা সম্পাদক রফিকুল ইসলাম আধার গভীর শোক প্রকাশ করেছেন।