স্টাফ রিপোর্টার : দশম জাতীয় সংসদ নির্বাচনে এবার শেরপুরের নিরুত্তাপ মাঠে নৌকার সাথে লাঙল, মশাল ও আনারস প্রতীক নিয়ে লড়ছেন ৩টি আসনের ৮ প্রার্থী। এরা হচ্ছেন ৩ টি নিবন্ধিত রাজনৈতিক দলের ৬ জন ও ২ জন স্বতন্ত্র প্রার্থী। তারাই এবার পরিবর্তিত অবস্থায় চুড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তাদের মধ্যে শেরপুর-১ (সদর) আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি, পরপর ৩ বারের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক নৌকা ও জাসদ (ইনু) জেলা সভাপতি আবু সালেহ মো. মনিরুল ইসলাম লিটন মশাল প্রতীক নিয়ে লড়ছেন। শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি, মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী নৌকা ও স্বতন্ত্র প্রার্থী নালিতাবাড়ী উপজেলার পদত্যাগী চেয়ারম্যান, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা আলহাজ্ব কৃষিবিদ বদিউজ্জামান বাদশা আনারস প্রতীক নিয়ে লড়ছেন। শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি প্রকৌশলী ফজলুল হক চাঁন নৌকা, জাতীয় পার্টির খোরশেদ আলম ফর্সা লাঙল, জাসদ (ইনু) এসএম. আব্দুর রাজ্জাক মশাল ও স্বতন্ত্র প্রার্থী এসএম হেদায়েতুল ইসলাম আনারস প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে লড়ছেন।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান জানান, জাতীয় পর্যায়ে সহসাই সমঝোতা না হলে ঘোষিত তফসিল অনুযায়ী ৫ জানুয়ারীই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনের দিনকে সামনে রেখে শেরপুরের ৩টি নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের সকল প্রস্তুতি নিচ্ছি।