শ্যামলবাংলা ডেস্ক : চলমান রাজনৈতিক সহিংসতা, হরতাল ও অবরোধের পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’এর ডাকে রাজধানীসহ সারাদেশে ‘প্রতিবাদ বন্ধন কর্মসূচি’ শীর্ষক প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা। ১৫ ডিসেম্বর রবিবার সকালে রাজধানীতে কার্যালয়ের সামনে সাদা পতাকা নিয়ে দাঁড়িয়ে ওই কর্মসূচি পালিত হয়। ওই কর্মসূচিতে ব্যবসায়ী নেতারা বলেন, আমরা অস্স্থু রাজনীতি চাই না। আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই। আমরা চলমান অবস্থা থেকে মুক্তি চাই। এসময় এফবিসিসিআই’এর সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টুর মুক্তি দাবি করে তারা দ্রুত চলমান রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল না হলে প্রয়োজনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান।
অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, সাবেক সভাপতি সালমান এফ. রহমান, এ কে আজাদ, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, বিকেএমইএ সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি হেলাল উদ্দিনসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে মতিঝিলে সংগঠনের প্রধান কার্যালয় ছাড়াও দেশের সব জেলা চেম্বার ও এসোসিয়েশন, বিভিন্ন দোকান মালিক সমিতি ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান সড়কের সামনে ব্যবসায়ীরা একযোগে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।