যশোর প্রতিনিধি : যশোর-বেনাপোল সড়কের আমড়াখালি নামক স্থানে রবিবার সন্ধা সাত টার সময় সোহাগ পরিবহনের একটি বাসের চাকায় পিস্ট হয়ে পাপ্পু (২৪) নামে মটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে ২ আরোহী। পুলিশ বাসটিকে জব্দ সহ ড্রাইাভার ও হেলপারকে আটক করেছে। নিহত পাপ্পু যশোর নাজির সংকরপুর এলাকার কাজী আশরাফুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সন্ধা সাত টার সময় বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সোহাগ পরিবহনের একটি (ঢাকা মেট্ট-ব-১৪-২০১০ নং ) বাস আমড়াখালি এলাকায় পোঁছালে বিপরিত মুখি একটি মটরসাইকেল মুখোমুখি ধাক্কা দেয়। এসময় মটরসাইকেল চালক পাপ্পু পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। মটরসাইকেলে থাকা ২ আরোহী আহত হয়। বিজিবি ও পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে। আটক করে পরিবহনের ড্রাইভার ও হেলপারকে।
বন্দর থানার ওসি কায়ুম আলী সরদার জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।