রবিবার , ১৫ ডিসেম্বর ২০১৩ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বনন্দিত নেতা ম্যান্ডেলাকে নিজ গ্রামে সমাহিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ১৫, ২০১৩ ৮:৫৯ অপরাহ্ণ

imagesশ্যামলবাংলা ডেস্ক : ১০ দিনব্যাপী রাষ্ট্রীয় শোক পালনের পর রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বর্ণবাদবিরোধী কিংবদন্তী নেতা বিশ্বনন্দিত নেলসন ম্যান্ডেলা। ১৫ ডিসেম্বর রবিবার ইস্টার্ন কেপের প্রত্যন্ত শৈশবের কুনু গ্রামে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়। এর মধ্যদিয়ে বিশ্বজুড়ে মুক্তি ও আশার প্রতীক হয়ে ওঠা এক মহান রাষ্ট্রনায়কের অন্তিম পর্বের অবসান হলো।
সমাহিত করার পর্বটি একান্ত পারিবারিক ছিল। সাধারণ মানুষকে এখানে প্রবেশাধিকার দেয়া হয়নি। কোসা ভাষায় প্রার্থনা সঙ্গীত ‘পূর্ণ কর প্রতিজ্ঞা তব’ গাওয়ার মধ্যদিয়ে সৎকার অনুষ্ঠানের সূচনা হয়। রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিতকরণের কর্মসূচির অংশ হিসেবে একুশবার তোপধ্বনি করা হয়। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় একদল গার্ড ম্যান্ডেলার কফিনের পাশে দাঁড়িয়ে তাঁর প্রতি সম্মান প্রদর্শন করে। ম্যান্ডেলার জাতীয় পতাকা মোড়া কফিনের চার পাশে প্রজ্জ্বলন করা হয় বর্ণাঢ্য জীবনের ৯৫ বছরের প্রতীক হিসেবে ৯৫টি মোমবাতি।
সমাহিত করার পর্ব পরিচালনা করেন ম্যান্ডেলার কোমা গোত্রের পুরুষ সদস্যরা। গোত্রের রীতি অনুযায়ী শেষ পর্বে একটি ষাঁড় জবাই করা হয়। ওইসময় ঐতিহ্যবাহী খোসা পোশাক পরিধান করেন তারা। তাদের মাথায় ছিলো নীল ও সাদা রংয়ের পুতিযুক্ত শিরস্ত্রান। গলায় ছিলো নেকলেস।
চূড়ান্তটি ওই অনুষ্ঠানটি দুই ঘন্টা স্থায়ী হয় এবং সারাবিশ্বে এটি সম্প্রচারিত হয়। সমাহিতকরণ অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার দুই পাশে ছিলেন ম্যান্ডেলার বিধবা স্ত্রী গ্রাসা মাশেল ও সাবেক স্ত্রী উইনি সাদিকিজেলা ম্যান্ডেলা। এএনসি’র ডেপুটি প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেন, এখানে যিনি শুয়ে আছেন, তিনি দক্ষিণ আফ্রিকার শ্রেষ্ঠতম সন্তান।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!