মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : মধুখালীতে ফরিদপুর-১ আসনে বিনা প্রতিদ্ব›িদ্ধতায় বেসরকারী ভাবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মধুখালী পৌরসভার কাউন্সিলার ও সহায়ক কমিটির পক্ষ থেকে মোঃ আব্দুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে । রবিবার বেলা ১২টায় পৌরভবনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও ওয়াকার্স পাটির উপজেলা সম্পাদক আবু সাঈদ মিয়া , ওয়াকার্স পাটির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য মনোজ সাহা ,মধুখালী উপজেলা গনজাগরণ মঞ্চের আহবায়ক হাজী আঃ মালেক সিকদার, মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি আঃ সালাম বিশ্বাস। বক্তারা বলেন ফরিদপুর -১ আসন এলাকায় বিশেষ করে মধুখালী উপজেলায় গত পাঁচ বছরে উন্নয়নের যে ছোঁয়া লেগেছে সেটি অনেকের কাছেই ঈর্ষার কারণ হতে পারে। প্রধান অতিথি মোঃ আব্দুর রহমান সংবার্ধনার জবাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, চলতি মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিগত পাঁচ বছর চেষ্টা করেছি সাদা মানুষ হিসেবে আমার নির্বাচনী এলাকার মানুষের সেবা দিতে । মধুখালীতে, বিশেষ করে এ পৌরসভায় দুর্নিতী বাসা বাধুক সেটি আমি কখনও হতে দেব না। সংবর্ধনা সভায় পৌর কাউন্সিলার ও সহায়ক কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও পৌর সহায়ক কমিটির সদস্য মির্জা মনিরুজ্জামান বাচ্চু।