নোয়াখালী সংবাদদাতা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক জাহাঙ্গীর হোসেনের নোয়াখালীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৫ ডিসেম্বর রবিবার ভোরে সেনবাগ উপজেলার আজিজপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে জায়েদ হোসেন বাবু (২০), ওমর ফারুক (১৯) ও রাসেল (১৯)।
সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন জানান, আটকদের জিজ্ঞাসাবাদের পর বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর গ্রামে জাহাঙ্গীর হোসেনের বাড়ির ফটকে পেট্রোল বোমা হামলা চায়ায় দুর্বৃত্তরা।