আজহারুল হক, গফরগাঁও : প্রায় ২৪ ঘন্টা যাবত জাতীয়তাবাদী তৃনমূল দলের কেন্দ্রিয় সহ-সভাপতি এডভোকেট আবুল ফাত্তাহ খান অবরোদ্ধ অবস্থায় রয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার বিকেল থেকে কেন্দ্রিয় তৃনমূল দলের সহ-সভাপতি এডভোকেট আবুল ফাত্তাহ খানের গ্রাম পাঁচবাগ ইউনিয়নের চরশাখচুড়ার বাড়িটি গফরগাঁও উপজেলার পাগলা থানা পুলিশ গত শনিবার বিকেল থেকে গতকাল রোববার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঘেরাও করে রেখেছে। এ কারনে বিপুল সংখ্যক নেতা-কর্মী নিয়ে প্রায় ২৪ ঘন্টা যাবত আবুল ফাত্তাহ খান অবরোদ্ধ অবস্থায় গ্রেফতার আতংকে রয়েছেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে আবুল ফাত্তাহ খান স্থানীয় সাংবাদিকদের মোবাইল ফোনে জানান, যেকোন সময় তাকে গ্রেফতার করা হতে পারে।