রবিবার , ১৫ ডিসেম্বর ২০১৩ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০১৩ ৮:১০ অপরাহ্ণ
নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) পত্নীতলা শাখার উদ্যোগে পত্নীতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে রবিবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

২০১০ সাল থেকে বাংলাদেশ ব্যাংক তপসিল ব্যাংক গুলোকে সঞ্চয়ের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অর্থনৈতিক তথা ব্যাংকিং কর্মকান্ডে যুক্ত করে আর্থিক অন্তর্ভূক্তি বৃদ্ধি এবং তাদের আধুনিক ব্যাংকিং সেবা ও প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করে তুলতে স্কুল ব্যাংকিংএ উদ্বুদ্ধ করার লক্ষে স্কুল ব্যাংকিং বিষয়ে বিশেষ উৎসাহ দেয়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) পত্নীতলা শাখার ব্যবস্থাপক সৈয়দ বদরে আলম স্কুলের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে বক্তব্য রাখেন। তিনি বলেন, নীতিমালা অনুসারে ৬ থেকে শুরু করে ১৮ বছরের কম বয়সি শিক্ষার্থীরা যেকোন ব্যাংকে গিয়ে ১শ টাকার জমার বিপরীতে ব্যাংক হিসাব খুলতে পারবে।

উক্ত স্কুল ব্যাংকিং ক্যাম্পেইনে এসময় উপস্থিত ছিলেন, পত্নীতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইদুর রহমান চৌধুরী, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে জাহান শেফালী, পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, রাকাব পত্নীতলা শাখার কর্মকর্তা এস.এম আব্দুল হামিদ, মোশারফ হোসেন, আহসান হাবিব, খাজা মদ্দীন তালুকদার সহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য, শিক্ষার্থী, ব্যাংকের কর্মকর্তা ও সূধীজন প্রমূখ। এসময় স্কুল ব্যাংকিং ক্যাম্পেইনে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীকে ফ্রী ব্যাংক হিসাব খুলে দেয়া হয়।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!