ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আকবর আলীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের বদিরগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামন থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের শেওতরপাড়া গ্রামের মদরিছ আলীর পুত্র ও উপজেলা ১৮দলীয়জোটের যুগ্ম সদস্য সচিব। ছাতক থানার অফিসার্স ইনচার্জ শাহজালাল মুন্সি এক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। ওসি শাহজালাল মুন্সি জানান, তার বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলাসহ একাধিক মামলা রয়েছে।