ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে ইসলামপুর যুব ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ৩দিন ব্যাপী সিরাতুন্নবী (সাঃ) মাহফিল আগামী ১৯, ২০ ও ২১ ডিসেম্বর আল-জালাল ইসলামীয়া মহিলা মাদ্রাসা সংলগ্ন বাহাদুরপুর গ্রামের মাঠে প্রতিদিন বাদ আছর থেকে রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। মাহফিলে সভাপতিত্বে করবেন, গনেশপুর-নোয়াগাঁও ত্বকভিয়াতুল ইসলাম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল হান্নান, শিক্ষা সচিব হযরত মাওলানা ইমাম উদ্দিন। মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন, শায়খুল হাদিস আলামা হাফিজ তাফাজ্জুল হক হবিগঞ্জী। বয়ান পেশ করবেন, হযরত মাওলানা মুফতি শহিদুল ইসলাম, মাওলানা আবুল কাশেম আশরাফী, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, মাওলানা মুূশাহিদ আলী, মাওলানা রফিকুল ইসলাম মুশতাক, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মুহাম্মদ উলাহ জামি, মাওলানা হারুন অর রশীদ, মাওলানা লোকমান সাদী, মাওলানা আব্দুল খালিক।