যশোর প্রতিনিধি : যশোরের চৌগাছায় আলমগীর (৩৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আলমগীর চৌগাছা উপজেলা শহরের মাঠপাড়া এলাকার সাখাওয়াতের ছেলে। রবিবার সকালে চৌগাছার সিংহঝুলি কয়ারপাড়ার বুড়োর বিলে তার ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের করেছে। স্থানীয় সূত্র জানান, শনিবার রাতে আলমগীর নিখোঁজ হয়। ওই রাতেই দুর্বৃত্তরা তাকে ধরে নিয়ে কুপিয়ে হত্যার পর চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের কয়ারপাড়ার বুড়োর বিলে তার লাশ ফেলে রেখে যায়। রোববার সকালে বিলে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।
চৌগাছা থানার ওসি মতিয়ার রহমান জানান, বিলে লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। নিহত আলমগীরের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক অভিযোগ রয়েছে। দেড় মাস আগেও তার বিরুদ্ধে একটি ডাকাতি মামলা হয়েছে।