তাপস চন্দ্র সরকার, চট্টগ্রাম উত্তর : জামায়াত নেতা কাদের মোলার ফাঁসির রায় কার্যকর করার প্রতিবাদে কুমিলায় জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। জেলার লাকসাম জংশনে একটি ট্রাকে অগ্নিসংযোগ এবং নগরীর চকবাজারে হরতালের সমর্থনে মিছিল ও কয়েকটি ককটেল বিস্ফোরণ করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা। হরতাল চলাকালে রোববার সকালে লাকসাম উপজেলার জংশন এলাকায় ট্রাকে অগ্নিসংযোগ করা হয়।
এছাড়া সকাল সাড়ে ৮টার দিকে নগরীর চকবাজারে মিছিল ও ৭/৮টি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। নগরী জুড়ে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জেলার চৌদ্দগ্রাম উপজেলায় কয়েকটি এলাকায় মিছিল ও পিকেটিং করেছে হরতাল সমর্থকরা। লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় হরতালের সমর্থনে মিছিল করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা। এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূরপালার কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। নগরীর শাসনগাছা, জাঙ্গালিয়া ও চকবাজার বাসস্টেশন থেকে কোন দূরপালার যানবাহন ছেড়ে যায়নি। কুমিলার আড়াইওরায় টায়ারে অগ্নিসংযোগ করে হরতাল পালন করেছে জামায়াত শিবির নেতাকর্মীরা।