কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে মুক্তিযুদ্ধ ভিত্তিক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও চলচ্চিত্র প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সংলগ্ন শিশু মেলা আইডিয়াল স্কুল প্রাঙ্গণে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিশু মেলা আইডিয়াল স্কুলের অধ্যক্ষ আবিদা সুলতানা, উপজেলা প্রকৌশলী মো. আমিনুর রহমান, শিক্ষা অফিসার মো. আবু ইউসুফ খান, যুব উন্নয়ন অফিসার শেখ নওশের আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার নার্গিস সুলতানা, মৎস্য অফিসার মো. দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক অফিসার ফারহানা ইয়াসমিন, পল্লী বিদ্যুতের ডিজিএম মোহাম্মদ আলী শেখ, রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর তরিকুল ইসলাম সেগুন প্রমুখ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে বিকাল ৫টায় উপজেলা পরিষদ চত্ত¡রে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শণ করা হয়।