রবিবার , ১৫ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলারোয়ায় বিএনপি জামায়াতের মিছিল-সমাবেশ

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০১৩ ৭:৩৪ অপরাহ্ণ
কলারোয়ায় বিএনপি জামায়াতের মিছিল-সমাবেশ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার বিকেলে উপজেলা মোড়ে আয়োজিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ.সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দীন। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির উপজেলা ভারপ্রাপ্ত সা. সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্যা, পৌর সিনি. সহ.সভাপতি আখলাকুর রহমান শেলি, উপজেলা সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরিন, পৌর যুবদলের সভাপতি জাবিদ রায়হান লাকি ও উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ ফরহাদ হোসেন তপু। সমাবেশে বক্তারা সকল নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের পাশাপাশি অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। সমাবেশটি পরিচালনা করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল ও জেড ফোর্সের সভাপতি খালিদ মঞ্জুর রোমেল। এর আগে এক বিশাল বিক্ষোভ মিছিল কলারোয়া বাজার প্রদক্ষিণ করে।

Shamol Bangla Ads

অপরদিকে  আ.কাদের মোল্যার ফাঁসির প্রতিবাদে ও প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে জামায়াতের ডাকা হরতাল কলারোয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটি। রবিবার সকালে কলারোয়া পৌরসদরে জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে হাইস্কুল মোড়ে অনুষ্ঠিত সমাবেশে জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাও.ওসমান গণির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারী অধ্যা.একেএম ফজলুল হক, জামায়াত নেতা প্রফেসর আ.রাজ্জাক, ইউপি চেয়ারম্যান মাস্টার শওকত আলী, অধ্যা. হাফিজুর রহমান, আ.হামিদ, শিবির নেতা জিয়াউর রহমান জিয়া, মফিজুল ইসলাম, আল-আমীন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন- জনগনের আবেগ অনুভ‚তির প্রতি শ্রদ্ধা প্রদর্শন না করলে সরকারকে চরম খেসারত দিতে হতে পারে। অন্যায়ভাবে আওয়ামী ট্রাইবুনাল করে ফাঁসির নামে মানুষ হত্যা করে জনতার আন্দোলন নিস্তব্ধ করা যাবে না।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!