রবিবার , ১৫ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলারোয়ায় নাশকতা ও হত্যার সন্দেহে ১৬ ব্যক্তি আটক

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০১৩ ৭:৩৮ অপরাহ্ণ
কলারোয়ায় নাশকতা ও হত্যার সন্দেহে ১৬ ব্যক্তি আটক

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় ঢাকায় যাওয়ার সময় পরিবহন কাউন্টারের সামনে থেকে ১৬ ব্যক্তিকে আটক করছে পুলিশ। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ দারা খাঁন পিপিএম জানান, শনিবার রাত ১১টার দিকে উপজেলা মোড়ের একটি পরিবহন কাউন্টারের সামনে থেকে ঢাকায় যাওয়ার প্রাক্কালে নাশকতা ও হত্যা ঘটনার সন্দেহে ১৬ ব্যক্তিকে আটক করে থানা পুলিশ। আটককৃতরা সকলে জামায়াত ও বিএনপির কর্মী বলে তিনি জানান। গত ১২ডিসেম্বর উপজেলার সরসকাটি গ্রামের সাবেক যুবলীগ নেতা মেহেদি হাসান জজ হত্যার ঘটনায় তার ভাই আব্দুর রহমান মোড়ল বাদি হয়ে অজ্ঞাত ১৫/১৬ জনের নামে একটি মামলা (নং-১০, ১৪/১২/১৩ইং) দায়ের করেছেন। সন্দেহজনক ভাবে আটককৃতরা হলো উপজেলার ক্ষেত্রপাড়া গ্রামের সোহরাব হোসেন (২২), আনিছুর রহমান মোল্যা (২৮), সোহরাব হোসেন (৩৭), হাবিবুর রহমান (১৮), আমানুল্যাহ (২৬), গোলাম হোসেন (১৮), হাসান আলী (২৫), মিজানুর রহমান (৩১), জয়নগর গ্রামের রাশেদুল (২৭), মানিকনগর গ্রামের মোস্তাজুল (২৬), জাহাঙ্গীর গাজী (৩০), ইয়ার আলী (৩৪), খোর্দবাটরা গ্রামের হাবিবুর রহমান (১৫), বসন্তপুর গ্রামের রবিউল ইসলাম (২২), সাতক্ষীরা সদর থানার আমতলা গ্রামের কবিরুল (১৮) ও যশোর জেলার কেশবপুর থানার বরণডালি গ্রামের মাহবুবুর রহমান গাজি (২৪)। ওসি আরো জানান, ১২ডিসেম্বর পৌরসভাধীন গোপিনাথপুর গ্রামের সাবেক আ’লীগ নেতা আজিজুর রহমান আজু হত্যা ঘটনায় রবিবার সন্ধ্যায় এরিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!