জিয়াউর রহমান জিয়, রাজীবপুর (কুড়িগ্রাম) : অসময়ে হঠাৎ করেই ব্রহ্মপুত্রের ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে। ভাঙ্গনে গতকাল শনিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত দিয়ারার চর গ্রামের ২৫ বাড়ি বিলীন হয়ে গেছে। ভাঙ্গনের মুখে পড়েছে দিয়ারারচর সেতু ও দিয়ারার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেতুটিসহ সড়ক ভেঙ্গে গেলে রাজীবপুরের সঙ্গে একমাত্র যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়বে নয়াচর এরাকাবাসি।

সরেজমিনে দেখা গেছে, ব্রহ্মপুত্রের ভাঙ্গনে বিলীন হচ্ছে আবাদি জমি। দিয়ারার চর, নয়াচর বাজার পাড়া, হাজিপাড়া, ব্যাপাড়িপাড়া ও শংকুর পাড়া এলাকায় প্রায় দুই কিলোমিটার জুরে চলছে ব্রহ্মপুত্রের ভাঙ্গন। দিয়ারার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, দুইদিনে যে হাওে ভাঙ্গছে তা অব্যাহত থাকলে রাজীবপুর নয়াচর সড়কটি বিলীন হয়ে যাবে। সড়কটি বিলীন হলে ভাঙ্গনের মুখে পড়বে স্কুলটিও। নদীতে পানি কম থাকলেও ভাঙ্গনের তীব্রতা ছিল বেশি। এতে বড় বড় চাপ ভেঙ্গে পড়েছে নদীতে।
ভাঙ্গনে কমপক্ষে ২৫টি পরিবার তাদেও ঘরবাড়ি ভিটেমাটি হারিয়েছে। ভাঙ্গনের শিকার নবাব আলী বলেন, ‘মেলা নদী ভাঙ্গা দেখেছি। কিন্তু নদীতে পানি কম থাকার পরও এত ভয়ঙ্কর ভাঙ্গন দেখি নাই। ঘর ভাইঙ্গা নিয়া যাওয়ারও সময় পাই না। গ্রামের মানুষ সাহায্য না করলে আমার ৩টা ঘর ও ঘটিবাটি নদীতে ভাইসা যাইত।’ একই ধরনের কথা জানান আইজুদ্দিন নামের এক ভাঙ্গনের শিকার। তিনি বলেন, ‘দেখতি দেখতি চোখের সামনে কিভাবে বাড়ি ঘর ভাইঙ্গা গেল।’

দিয়ারারচর গ্রামের মেম্বার নুরুল ইসলাম জানান, আজ সকাল থেকে হঠাৎ করেই ব্রহ্মপুত্র ভয়াবহ রূপ ধারণ করে। রাজীবপুর শহরের সঙ্গে একমাত্র যোগযোগের মাধ্যম সড়কটি ভেঙ্গে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। মোহনগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু জানান, ভাঙ্গনের এ চিত্রের খবর জানানো হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে।
