রেদওয়ানুল হক আবীর, শেরপুর : কেন্দ্রীয় ছাত্রদলের নেতাদের মুক্তির দাবিতে ১৮ দলের চলমান অবরোধ কর্মসূচির মধ্যেই শেরপুরে জেলা ছাত্রদলের ডাকে ১০ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত আধবেলা নিরুত্তাপ আংশিক হরতাল পালিত হয়েছে।
হরতালের সমর্থনে মঙ্গলবার সকাল ৭টায় শহরের তিনআনী বাজার কলেজ মোড়ে ছাত্রদল কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। ওইসময় একটি ককটেল বিস্ফোরণ এবং দু’টি অটোরিক্সা ভাংচুর করে তারা। অবরোধের কারণে শেরপুর থেকে দুরপাল্লার যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে অর্ধদিবস হরতালের তেমন কোন প্রভাব পড়েনি ব্যবসা-প্রতিষ্ঠানসহ অন্যান্য অঙ্গনে। ভোর থেকেই পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা পুন:পুন টহল জোরদার করায় অন্য কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।