হোসেনপুর (কিশোরগঞ্জ)সংবাদদাতাঃ কিশোরগঞ্জ হোসেনপুরে গতকাল সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠনের উদ্যোগে বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড লগি-বৈঠার মিছিল নিয়ে তৃণমুল নেতা কর্মীরা নতুন বাজার যাত্রী চাউনি মোড়ে এসে জমায়েত হয়।সেখান থেকে পৃথক পৃথক নেতৃত্বে অবরোধ বিরোধী একটি বিশাল বিক্ষোভ মিছিল হোসেনপুর পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দ্বীপেশ্বর গোলচক্কর মোড়ে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আযুব আলী,সহ-সভাপতি জহিরুল হক নুরু মিয়া,সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক,যুগ্ন সম্পাদক কামরুজজ্জামান কাঞ্চন, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মানিক, যুবলীগ সভাপতি এম এ হালিম,যুবলীগ নেতা জামিনুর রহমান মামুন, শ্রমীক লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলম, ছাত্রলীগ সভাপতি আল-আমিন অপু প্রমূখ।