শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বেলাল হোসেনের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। ৯ ডিসেম্বর সোমবার সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর উভয় পক্ষের শুনানি শেষে ওই আদেশ দেন। তবে তদন্তের স্বার্থে তাদেরকে ১০ দিনের মধ্যে কারাফটকে জিজ্ঞাসাবাদ করা যাবে।
এর আগে পুলিশ হান্নান শাহ, রুহুল কবির রিজভী এবং বেলাল হোসেনকে আদালতে হাজির করে পল্টন ও মতিঝিল থানার পৃথক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন। এর মধ্যে হান্নান শাহকে ৩ মামলায় ৩০ দিন এবং রিজভী ও বেলাল হোসেনকে ২ মামলায় ২০ দিন করে রিমান্ড আবেদন করা হয়।