সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : বেসরকারী সংগঠন আলোহা সোসাল সার্ভিসেস বাংলাদেশ (এএসএসবি), সাপাহার, নওগাঁর আয়োজনে আইআরএফডিটি প্রকল্পের সহযোগীতায় সংস্থার কার্যালয়ে ৯ ডিসেম্বর নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়। সংস্থার প্রধাণ কার্যালয়ের উর্দ্ধতন কর্মকর্তা মো: ফারুক ইসলাম প্রধান অতিথি ও বিধান চন্দ্র বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিন ব্যাপি র্যালি ও আলোচনাসভায় অংশগ্রহণ করেন। দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারী শিক্ষা, শিশু নির্যাতন ও বাল্য বিবাহ রোধে সকলকে সচেতন হতে হবে। প্রয়োজনে আমাদেরকে অগ্রণী ভুমিকা রাখতে হবে।
এসময় সংগঠনের প্রকল্প সমন্বয়কারী বেলাল উদ্দিন আহমেদ, সহ: প্রকল্প সমন্বয়কারী সুলতান মাহমুদ, নাজমা খাতুন এবং সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। দিবসটি উদযাপনে আলোহা আইআরএফডিটি প্রকল্পের বিভিন্ন গ্রামের পরিবারভুক্ত সদস্য পরিবার এর অবিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সুভাকাংখি ব্যক্তিবর্গ উপস্থিত থেকে উৎসাহের সাথে দিবসটি উদযাপন করেন।