সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ “সাবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাপাহারে ৯ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদ্যাপনে সকাল ১০টায় র্যালী, মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে র্যালিটি সদর ইউনিয়ন পরিষদ চত্বর হতে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জিরো পয়েন্টে এসে এক মানব বন্ধন রচনা করে। পরে উপজেলা পরিষদ চত্বরে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল হক মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞা, বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা এ এস এম গোলাম ফারুক হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব আফতাব উদ্দীন আহম্মেদ, সহ সভাপতি নাজমুন্নাহার, সম্পাদক অধীর চন্দ্র সাহা, মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক সবুর হোসেন। প্রমুখ বক্তব্য প্রদান করেন। এসময় উক্ত আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র ছাত্রী ও গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।