জিএইচ হান্নান, শেরপুর : শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ব্রহ্মপুত্র নদের সেতুর সংযোগ সড়ক থেকে শ্যালো ইঞ্জিন চালিত একটি যাত্রীবাহি ভটভটি নিয়ন্ত্রন হারিয়ে প্রায় ৩০ ফুট নিচে পড়ে গিয়ে ১০ যাত্রী আহত হয়েছেন। ৯ ডিসেম্বর সোমবার দুপুরে ওই দূর্ঘটনা ঘটে। ।
জানা গেছে, সোমবার দুপুরে যাত্রীবোঝাই একটি ভটভটি জামালপুর থেকে বকশীগঞ্জ যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রহ্মপুত্র সেতুর নিচের একটি দোকানের উপর পড়ে যায়। এতে ভটভটিতে থাকা ১০ জন যাত্রী আহত হন। এরা হলেন মো. আলম (৬০), সাইফুল (৪৫), সোনা মিয়া (২৫), মুল¬ুক মিয়া (২৮) ,সাজেদা (২৫), আলমাছ (৬৫), কল্পনা (৩০)। এদের সবার বাড়ি জামালপুরের বকশীগঞ্জ উপজেলায়। এ সময় দোকানের মালিক সদর উপজেলার লক্ষ্মীরচরের সাদেক আলী (৬০) আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহত যাত্রীদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।