এম. এ করিম মিষ্টার, নীলফামারী প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার জেলার জলঢাকা উপজেলায় সকাল-সন্ধা হরতাল পালিত হচ্ছে। রবিবার দুপুরে সংগঠনের আহবায়ক ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট ও সদস্য সচিব কাজী দিলদার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়। জলঢাকা উপজেলা বিএনপির আহবায়ক ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট জানান, সরকার বিরোধী দলের আন্দোলনকে দমন করতে অন্যান্য নেতাদের পাশাপাশি উত্তরাঞ্চলের অহংকার সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি সাবেক সভাপতি ও দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নামে মিথ্যা ও হয়রানীমূলক মামলা দায়ের করেছে। রাজনৈতিক এসব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ সোমবার জলঢাকা উপজেলায় বিএনপির ডাকে সকাল-সন্ধা হরতাল পালন করা হবে।