পিরোজপুর প্রতিনিধি : সোমবার অবরোধের মিছিলকে কেন্দ্র করে মঠবাড়িয়ায় বিএনপির সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে বিএনপি তাদের কার্যালয় সংলগ্ন বালুর মাঠে অবরোধের সমর্থনে সমাবেশ করছিল। এ সময় আওয়ামী লীগ অবরোধের বিপক্ষে একটি মিছিল বের করে। মিছিলটি রিজার্ভ পুকুর অতিক্রমকালে কে বা কারা মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় আওয়ামী লীগের মিছিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একই সময় বিএনপি একটি মিছিল বের করতে চাইলে দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষকালে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ হয়ে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।
সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। বিএনপি সমর্থকদের নিক্ষেপ করা ইটের আঘাতে আওয়ামী লীগের মিছিলকারীদের মধ্যে সাত-আটজন আহত হয়েছে বলে একটি সূত্র দাবি করেছে। টেলিফোনে পাওয়া সর্বশেষ সংবাদ অনুযায়ী পুলিশ ১৫-২০ জনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।