ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে ৯ ডিসেম্বর সোমবার ভান্ডারিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সকালে শহরে একটি বর্ণাঢ্য র্যালী হয়েছে। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আ. রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তুম আলী, ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, সাংবাদিক মোঃ শফিকুল ইলাম মিলন, রিয়াজ মাহমুদ মিঠু প্রমূখ। সমাবেশ শেষে উপজেলা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে দূর্নীতি বিরোধী শপথ নেয়া হয়।