বেতাগী (বরগুনা) প্রতিনিধি : বিষখালী নদীর ভাঙন থেকে রক্ষার দাবিতে উওর বেতাগী গ্রামের বাসিন্দারা ভাঙন কবলিত এলাকায় মানববন্ধন কর্মসুচি পালন করেছে এলাকাবাসী। ৯ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ১০ টায় ওই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুস সোবাহান, কাউন্সিলর মাহমুদা বেগম, কাউন্সিলর জসিম উদ্দিন, সুরাইয়া বেগম, আলতাফ হোসেন, শহিদুল ইসলাম বাবুল, মো. সুজন ও মো. আরিফ।
এসময় বক্তারা বিষখালী নদীর ভাঙনে উওর বেতাগী গ্রামের ক্ষতিগ্রস্থদের পুর্নবাসন, ভাঙন থেকে উপজেলাবাসীকে রক্ষা, ওই গ্রামের রক্ষা বাঁধে ব্লক ফেলে ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহনের জন্য সংশ্লিষ্টের নিকট দাবি জানান।