শেখ সমশের আলী, পীরগঞ্জ(ঠাকুরগাও) : পীরগঞ্জে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে সরকারীভাবে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ৯ ডিসেম্বর সোমবার সকালে একটি বর্নাঢ্য র্যালি শহরের গুরত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার শাব্বির আহম্মেদ বলেন, নারীরা আমাদের গুরুত্বপূর্ন অঙ্গ। তাদেরকে আলাদা করে ভাবার অবকাশ নেই। নারীরা আমাদের কন্যা, জায়া, জননী। তাদের গুরুত্ব অপরিসীম। সামাজিক ভাবে, ধর্মীয়ভাবে নারীর অগ্রযাত্রায় কোন বাধা নেই। ধর্মীয় মূল্যবোধের ক্ষেত্রেও সব ধর্মেই নারীদের বিশেষ সম্মান ও মূল্যায়নের কথা বলা হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের যৌথ ব্যবস্থাপনায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে আয়োজিত সভায় স্বাগত বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাকিনা বিনতে শরিফ বলেন, নারীরা পূরুষের সমান এমনকি কোন কোন ক্ষেত্রে বেশী কাজ করছে। জাতীয় অর্থনীতি ও সামষ্টিক উন্নয়নে ব্যাপক অবদান রাখছে, তাদেরকে ঘরবন্দি করার কোন সুযোগ নেই। সমান তালে এগিয়ে আজ সর্ব ক্ষেত্রে নারীরা তাদের গ্রহনযোগ্যতা প্রমান করতে সক্ষম হয়েছে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: পারুল বেগম, আশবাফ আলী বাদশা, উপজেলা আওয়ামীলীগ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো: আখতারুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো: মেহের এলাহী, উপজেলার বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের মধ্যে অর্থনৈতিকভাবে সফল রোজিনা, নূর নাহার, সকিনা, শিল্পি, মহসিনা, শিক্ষা ক্ষেত্রে সফল সাবিত্রি, কোহিনুর, তানজিনা , মাহমুদা, সফল জননী জ্যোতিকা, রাবেয়া, জয়গুন, শামসুন্নাহার, নির্যাতনের পর উঠে দ্বাড়ানোদের মধ্যে আক্তার বানু, লিলি, কৌশলা, সমাজ উন্নয়নে কোহিনুর, সাহিদা, গুলবানু, উম্মে কুলসুম, মালেকা, মালতি ও ভারতী রানী প্রমুখ। সফল এসব নারীকে স্ব-স্ব ক্ষেত্রে সফলতার জন্য ক্রেস্ট প্রদান করা হয়। ক্রেষ্ট প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার শাব্বির আহম্মেদ।