নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোলার মৃত্যু পরোয়ানা জারির প্রতিবাদে গতকাল সোমবার জামায়াতের হরতাল চলাকালে দুপুর ১২ টায় নন্দীগ্রাম উপজেলা জামায়াত ও ছাত্র শিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে বাসস্ট্যান্ডে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মুঞ্জুরুল ইসলাম রাজু, জামায়াত নেতা গোলাম রব্বানী, শেখ সাদী, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি তাজাম্মুল হক ও সাধারণ সম্পাদক আ.কাদের প্রমুখ। বক্তব্যগণ বলেন, আওয়ামী দুঃশাসনে দেশের মানুষসহ বিরোধীদল অতিষ্ঠ হয়ে পড়েছে। তাই বিরোধীদলকে দমনপীড়ন চালাচ্ছে। এ সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। আবদুল কাদের মোলার কিছু হলে দেশ অচল হয়ে যাবে।