নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৯ই ডিসেম্বর নন্দীগ্রাম উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আশরাফ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী অফিসার অভিজিৎ রায়, এসআই আমিনুল ইসলাম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বেগম লুৎফন নেছা, সাধারণ সম্পাদক সহ-অধ্যাপক মোজাহার হোসেন, উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ব্যবসায়ী আবুল কাশেম, আলহাজ্ব শাবান আলী ও আল তৌফিক প্রমুখ।