দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস সোমবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।
এ উপলক্ষে একটি বর্নাঢ্য র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্তওে এস শেষ হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আকবর আলীর
সভাপতিত্বে ‘সবাই মিলে গড়বো দেশ ,দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুল হোসেন আকঞ্জি,বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন দুর্গাপুর থানার অফিসার ইন-চার্জ আলমগীর হোসাইন,এনজিও কর্মী সনৎ সাহা প্রমূখ।