শ্যামলবাংলা ডেস্ক : সরকার বিরোধী আন্দোলনের মুখে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। রবিবার বিরোধীদলের সব আইনপ্রণেতা পার্লামেন্ট থেকে একযোগে পদত্যাগ করার পর জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি ওই ঘোষণা দেন।
ইংলাকের সরকারকে দেশটির নির্বাসিত নেতা থাকসিন সিনাওয়াত্রা নিয়ন্ত্রণ করছে- এ অভিযোগ তুলে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে।
টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে ইংলাক সিনাওয়াত্রা বলেন, তার সরকার কোন প্রাণহানি চায় না। যখন বেশির ভাগ জনগণ ও গোষ্ঠী সরকারের বিরুদ্ধে, সেক্ষেত্রে সবচেয়ে উত্তম পন্থা দেশের জনগণের কাছে ক্ষমতা দিয়ে নির্বাচন করা। দেশের জনগণই সিদ্ধান্ত নেবে। নির্বাচনের তারিখ ঘোষণা না করলেও তিনি জানান, যত দ্রুত সম্ভব নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এর আগে ২০১১ সালে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেন ইংলাক।