ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনার ডুমুরিয়া উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে ৯ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় একই সমাবেশের মধ্যে ৩টি সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস ’১৩ উদযাপনের লক্ষ্যে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছু-দ্দৌজা’র সভাপতিত্বে সকাল সাড়ে ১১টায় জোবায়েদ আলী মিলনায়তনে জয়ীতাদের সংবর্ধনা প্রদান শুরু হয়। জয়ীতা সংবর্ধনা অনুষ্ঠানের ব্যানার টানিয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার পরিচালনায় শুরুতে আবুল কালাম মহিউদ্দিন, গৌর কিশোর রায় বক্তব্যদেন। পরে উপজেলা কৃষি অফিসার পঙ্কজকান্তি মজুমদারের বক্তব্য চলাকালেই পেছনে টানানো ব্যানারের ওপর দ্রুত দূর্নীতি দমন ও প্রতিরোধ দিবস উদযাপনের ব্যানার টানিয়ে দেওয়া হয়। ওই সময় বক্তব্যদেন উপজেলা দূর্নীতি দমন ও প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। তার বক্তব্যের শেষে পেছনের দূর্নীতি প্রতিরোধ কমিটির ব্যানারটি খুলেই বেসরকারি উন্নয়ন সংস্থা প্লীড’র বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে একটি আলোচনা সভার ব্যানার টানিয়ে দেওয়া হয়। কিন্তু ওই সভায় প্লীড’র হয়ে কেউ বক্তব্য দেয়নি। তবে সংস্থার কর্মীরা কয়েকটি ছবি তুলে নেওয়ার পরপরই সেই ব্যানারটিও খুলে ফেলা হয়। তারপর অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান শোভা রানী হালদার ও প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান গাজী আবদুল হাদী বক্তব্য দিয়ে সভা শেষ করেন।
এ প্রসঙ্গে প্লীড’র ডুমুরিয়া উপজেলা সমন্বয়কারী বিজয় কৃষ্ণ মন্ডল বলেন, আমাদের কাজের সঙ্গে মহিলা বিষয়ক অধিদপ্তরে সম্পর্ক আছে। তাই তাদের সঙ্গে অনুষ্ঠান করেছি। দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুল ইসলাম বলেন, দিবসটি আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে। আমরা ওদের সঙ্গে সমন্বয় করেই অনুষ্ঠানটি করেছি।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছু-দ্দৌজা বলেন, এটা আমার কাছেও ভালো লাগেনি। তবে আমি নতুন এসেছি। আগামিতে সতর্ক থাকবো।