ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় জামায়াত-শিবিরের মিছিলে আক্রমন করতে গিয়ে পাল্টা আক্রমনে শিকারের জের ধরে বিএনপি সমর্থিত ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করেছে স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। ৮ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় ওই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পুলিশী তৎপরতা বাড়ানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শি সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যার পরে সোমবারের হরতালে সমর্থনে ডিমলা উপজেলার ঠুনির হাটে জামায়াত-শিবির মিছিলের প্রস্তুতি নিলে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বাঁধা দিলে তাদের মধ্যে সংঘর্ষ বাধেঁ। এ সংঘর্ষে আহত বালাপাড়া ইউনিয়ন আঃ লীগের যুগ্ন সম্পাদক সহিদুল ইসলাম(৫০) ও খগাখড়িবাড়ী ইউনিয়নের যুবলীগের সভাপতি আরিফুর রহমান(৪০), স্থানীয় আঃ লীগ কর্মী নূর আলম(৩৫) ও রফিজুল ইসলাম(৫৫)সহ কমপে ২০ জন আহত হয়। তবে ঘটনা স্থল থেকে তবিবুল ইসলাম(৩০) নামে এক মাদ্রাসা ছাত্রকে আটকের পর মারপিট করে আহত অবস্থায় তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে গুরুতর আহত সহিদুল ইসলাম ও আরিফুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তরিত করা হয়েছে। ঘটনার জের ধরে রোববার রাতেই আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ডিমলা বাজারে লাঠি-মিছিল বেড় করে। এ সময় বিএনপি সমর্থিত ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে বিএনপির উপজেলা সভাপতি অধ্যাপক রইসুল আলম চৌধুরী দাবী করেন। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পুলিশী তৎপরতা বাড়ানো হয়েছে।
