ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্ত থেকে বাংলাদেশী দুই গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-(বিএসএফ) । সোমবার ভোরে ওই দুই গরু ব্যবসায়ী ধরে নিয়ে যায়।
ওই গরু ব্যবসায়ীরা হলেন উপজেলার সুদকাবস্তী রত্নাই ঝাপরটলি গ্রামের ওয়াজুল হকের ছেলে জাহাঙ্গীর আলম (২২) ও শাহাবুদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (২৩)। বিজিবি সূত্র জানায় বেউরঝাড়ী সীমান্তের ৩৮০ মেইন পিলার ৭-৮ সাবপিলার এলাকায় থেকে ওই দুই ব্যবসায়ীকে ভারতের বড়বিলাহ ১২১ বিএসএফ ক্যাম্পের জওয়ানরা ধরে নিয়ে যায়।
এ ব্যাপারে ঠাকুরগাঁও বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান, বিএসএফ সীমান্তের ওপার থেকেই তাদেরকে আটক করে নিয়ে যায়। তবে তাদেরকে ছাড়িয়ে আনতে বিএসএফ’র কাছে চিঠি পাঠানো হয়েছে।