গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০১৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে ৯ ডিসেম্বর সোমবার গোপালপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এক মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষ্যে সূতী ভি এম মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে বিভিন্ন ধরনের রঙ বেরঙের স্লোগান লেখা ব্যানার ও প্লে-কার্ড সজ্জিত মানববন্ধন সকাল ১০টায় শুরু হয়ে আধ ঘন্টা অবস্থান গ্রহন করে। পরে বিদ্যালয় প্রাঙ্গণে এক দূর্নীতিবাজ-ঘুষ খোর এর কুশপুত্তলিকাদাহ করা হয় এবং প্রধান অতিথি ইউএনও তানজিনা ইসলাম সবাইকে স্ব-স্ব অবস্থান থেকে দুর্নীতি না করার শপথ বাক্য পাঠ করান।
মানববন্ধনে মুক্তিযোদ্ধা, সরকারী বে-সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, এনজিও প্রতিনিধিরা মানববন্ধনে অংশ গ্রহন করে। সংগঠনের সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফের সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিনা ইসলাম। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন- সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, সদস্য সচিব আলহাজ্ব মো. শামছুল হক, সাবেক সম্পাদক সাংবাদিক এ কিউ রাসেল, ভি এম কিন্ডার গার্টেন’র অধ্যক্ষ অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, দুপ্রক সদস্য অধ্যাপক হাবিবুর রহমান, মরিয়ম আক্তার মুক্তা, গুলসান আরা নিপা, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য খন্দকার শরিফ, সুজন পৌর শাখার সভাপতি এনামুল হক চৌধুরী হিমেল, সম্পাদক মাহবুব রেজা সরকার আতিক, সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন রতন, ব্যবসায়ী বোরহান উদ্দিন, মহিউদ্দিন, সুজন আলমনগর ইউনিয়ন শাখার সভাপতি সেলিম হোসেন প্রমুখ।