ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে আ’লীগ-বিএনপি সংঘর্ষে ছাতক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মাসুদুল ইসলাম তালুকদার মাসুদ নিহতের ঘটনায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পৃথক বিবৃতিতে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, পৌর মেয়র আবুল কালাম চৌধুরী শোক ও নিহতের আত্মার মাগফেরাত কামনা করেন।
আ’লীগঃ
উপজেলা আ’লীগের আহবায়ক লুৎফুর রহমান সরকুম, সাবেক সভাপতি আবরু মিয়া তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক ছানাউর রহমান ছানা, আ’লীগ নেতা শামীম আহমদ চৌধুরী, পৌর আ’লীগের সভাপতি শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষ, দপ্তর সম্পাদক কল্যাণব্রত দাস ছাত্রলীগ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেন।
স্বেচ্ছাসেবকলীগঃ
জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি, প্যানেল মেয়র তাপস চৌধুরী, সহ-সভাপতি বাবুল রায়, যুগ্ম সম্পাদক আহবাব মিয়া তালুকদার সাজু, স্বেচ্ছাসেবকলীগ নেতা কামাল উদ্দিন, আছাব মিয়া, আফিক আলী পৃথক শোক প্রকাশ করেছেন।
যুবলীগঃ
উপজেলা যুবলীগের আহবায়ক, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুর রহমান চৌধুরী খোকন, যুবলীগ নেতা হাজী আব্দুল কাদির, হিফজুর রহমান সমর, সাব্বির আহমদ, আশিকুর রহমান আশিক, আবু হানিফা সায়মন, এড. মাছুম আহমদ, দেলোয়ার হোসেন চয়ন, সুহেল মাহমুদ, কোহিন চৌধুরীসহ নেতৃবৃন্দ ছাত্রলীগ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
ছাত্রলীগঃ
কেন্দ্রিয় ছাত্রলীগের সহ-সম্পাদক মাসুদ কামাল সুফি, জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি স্মরন, সাধারণ সম্পাদক রফিক আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আজির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল বারী চপল, যুবলীগ নেতা ফজলে রাব্বি জনি, ছাত্রলীগ নেতা সম্রাট চৌধুরী, সজিব মালাকার, ফরহাদ আহমদ, কামরুল হাসান চৌধুরী সজিব, রিয়াদ চৌধুরী, জাহাঙ্গীর আলম পাবেল, মাহির চৌধুরী, হুমায়ুন কবির রুবেল, আইনুল হকসহ নেতৃবৃন্দ ছাত্রলীগ নেতার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।