চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : চারঘাট উপজেলার পুঠিমারী জোতরঘু বটতলা নামক স্থানে কাঠ বোঝায় পাওয়ার ট্রলির ধাক্কায় ঘটনাস্থলেই ইয়ামিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ৯ ডিসেম্বর সোমবার সকালে ওই মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানায়, আড়ানী থেকে চারঘাটে আসার পথে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ইয়ামিনকে কাঠ বোঝায় ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়। নিহত ইয়ামিনের বাড়ী জোতরঘু গ্রামে। অপর এক শিশু রুকাইয়া (৫) গুরুতর আহত অবস্থায় চারঘাট হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোর্ত্তুজা জানান থানায় একটি ইউডি মামলা হয়েছে।