সোমবার , ৯ ডিসেম্বর ২০১৩ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদা জিয়ার সাথে দীর্ঘদিন আত্মগোপনে থাকা বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক : আলোচনার ফল তারানকোই জানাবেন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৯, ২০১৩ ১০:১১ অপরাহ্ণ

bnp-logo-up1শ্যামলবাংলা ডেস্ক : দীর্ঘদিন আত্মগোপনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা সংকট নিরসনে চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে বৈঠক করেছেন। বাংলাদেশ সফররত জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সাথে খালেদা জিয়ার দ্বিতীয় দফা বৈঠক শেষে ৯ ডিসেম্বর সোমবার রাত ৮ টার দিকে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সহ-সভাপতি শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, ড. ওসমান ফারুক ও রিয়াজ রহমান। বৈঠক শেষে বিএনপি নেতারা খালেদা জিয়ার বাসভবন থেকে স্বাভাবিকভাবেই বেরিয়ে যান।
এদিকে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি বলেন, আলোচনা শেষ হয়নি। আলোচনা এখনও চলছে। তবে আলোচনার ফল তারানকোই আপনাদের জানাবেন।
দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমাদের আন্দোলন চলছে এবং অব্যাহত থাকবে। বৈঠকের বিষয়ে এখন কিছুই বলা যাবে না। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, তারানকোর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক শেষে আমরা নিজেরা নিজেরা আলোচনা করেছি। এ বিষয়ে এখন কিছুই বলা যাবে না।
এর আগে সোয়া ৬টা থেকে ৭টা পর্যন্ত খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন তারানকো। ওই বৈঠকে কি আলোচনা হয়েছে এ বিষয়ে সাংবাদিকদের কিছুই জানানো হয়নি। বৈঠক শেষে বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি খালেদা জিয়ার বাসভবনের সামনে উপস্থিতি গণমাধ্যমকর্মীদের বলেন, এখন কিছু বলা যাবে না।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!