কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে মারা গেছেন উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী রশিদুর রহমান (৪৫)। ৮ ডিসেম্বর রবিবার রাত ৮টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে এ ঘটনার প্রতিবাদে সোমবার জেলাব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে কুষ্টিয়া জেলা বিএনপি।
জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে কুমারখালী উপজেলার মহেন্দ্রপুর বাজারের একটি দোকানে বসে ছিলেন তিনি। এ সময় মোটরসাইকেলে করে এসে হেলমেট পরিহিত দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এসময় বিএনপি নেতার বুকে গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় তার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে কুষ্টিয়া জেলাব্যাপী সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। এসময় তিনি জানান, কারা এ হামলার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি। ওই ঘটনার পর কুমারখালী শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ বিএনপি নেতার মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।