সোমবার , ৯ ডিসেম্বর ২০১৩ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল­ায় হরতালে চালবাহী ট্রাকে আগুন : ২ জন অগ্নিদগ্ধ : আটক ২

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৯, ২০১৩ ৬:৫১ অপরাহ্ণ

M2U04049তাপস চন্দ্র সরকার, চট্টগ্রাম উত্তর : কুমিল­ার দেবীদ্বার উপজেলায় কুমিল­া-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার কোম্পানীগঞ্জের বানিয়াপাড়ায় এলাকায়  ভোর ৪টায় একটি পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। এতে চালক ও হেলপার দগ্ধ হয়। অগ্নিদগ্ধ দু’জনকে প্রথমে কুমিল­া সদর হাসপাতাল ও পরে কুমিল­া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিদগ্ধ চালক আবদুর রহমান ও মজিবুর রহমান। মজিবুর রহমানের অবস্থা অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।
জানা যায়-জামায়াতের ডাকা দেশব্যাপী হরতাল চলাকালে দেবিদ্বারের কোম্পানিগঞ্জ ্লাকায় পণ্যবাহী ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রাকের চাল ট্রাক চালক বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের আবদুল গনি হায়দারের পুত্র আবদুর রহমান (৪৭) ও হেলপার একই গ্রামের জসিম উদ্দিনের পুত্র প্রতিবন্ধি মজিবুর রহমান (৪২) গুরুতর দগ্ধ হন। দুজনকেই উদ্ধার করে কুমিল­া সদর হাসপাতাল ও পরে কুমিল­া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। দগ্ধ মজিবুর রহমানের অবস্থা শরীরের ৪০% আগুনে পুড়ে গেছে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দেবীদ্বার থানা পুলিশ ঘটনাস্থল থেকে হেলমেট পড়াবস্থায় ২ জামায়েত কর্মীকে আটক করেছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!