নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলার নওদুলী বাজারে রাধাকৃষ্ণ জুয়েলার্স নামক এক স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ফলে ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মোট আনুমানিক ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাধাকৃষ্ণ জুয়েলার্সের স্বত্তাধিকারী শ্রী মানিক প্রতিদিনের ন্যায় সন্ধ্যার পর তিনি দোকান বন্ধ করে বাড়িতে যান। গত রবিবার দিনগত গভীর রাতে আনুমানিক আড়াই টার দিকে মুখোশধারী একদল ডাকাত বাজারের ৪ জন নৈশ প্রহরী ও দুইজন ভিক্ষুককে অস্ত্রের মুখে জিম্মি ও মারপিট করে হাত-পা, মুখ বেঁধে ফেলে রাধাকৃষ্ণ জুয়েলার্স নামক এক স্বর্ণের দোকানের সাটারিংয়ের তালা ভেঁঙ্গে ভিতরে ঢুকে ক্যাশ বাক্সে রাখা ৩৯ হাজার নগদ টাকা, সাড়ে ১৬ ভরি স্বর্ণ, ১৫০ ভরি চাঁদি ও বিভিন্ন অলংকার লুট করে নিয়ে যায়। এতে নগদ টাকা, স্বর্ণ, চাঁদি ও অলংকারসহ লুটপাটের পরিমাণ আনুমানিক ১০ লক্ষাধিক টাকা। এ ঘটনার পর আত্রাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ডাকাতি ঘটনার পর থেকে এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ খান জানান, এখন পর্যন্ত ডাকাতির বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।