আজহারুল হক, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁওয়ে এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে গত শনিবার রাতে উপজেলার নামা লংগাইর গ্রামে।
জানা যায়, গত ৮ মাস পূর্বে উপজেলার উস্থি ইউনিয়নের পাল্টিপাড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রিমি আক্তারের সাথে লংগাইর ইউনিয়নের নামা লংগাইর গ্রামের আমির উদ্দিনের ছেলে আবুল কালামের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক কলহ চলে আসছিল। এ অবস্থায় শনিবার রাতে গৃহবধু রিমি আক্তার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে দাবী করেন স্বামী আবুল কালাম।
তবে গৃহবধু রিমির বাবা অভিযোগ করে বলেন, আমার মেয়েকে হত্যা করে গলায় ফাঁস লাগানোর নাটক তৈরি করা হয়েছে। কেননা মেয়ের মৃত্যুর খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে দেখি আমার মেয়ে খাটে বসা অবস্থায় ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে বেধে রাখা হয়েছে। এ সময় তিনি উত্তেজিত হয়ে বলেন, খাটের উপর বসে কি কেউ আত্মহত্যা করতে পারে।
এ ব্যাপারে পাগলা থানার ওসি কামাল হোসেন বলেন, এটি হত্যা না আত্মহত্যা তা এই মুহুর্তে বলা সম্ভব নয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতাল মর্গে পাঠানো হয়েছে।