নীলফামারী প্রতিনিধি : বিরোধী দলের টানা অবরোধ ও মাঝে মধ্যে হরতাল যাত্রী সাধারণসহ সকলের বেকায়দায় ফেলেছে। এ কারণে বাস-ট্রাক চলাচল একেবারে বন্ধ থাকলেও মাঝে-মধ্যে চলাচল করছে ট্রেন। রেলে নাশকতার কারণে সেখানেও খুব একটা যাত্রী হচ্ছে না। তবে নিরাপদ ভ্রমন হিসাবে ভিআইপি, সিআইপি ও উচ্চ বিত্তরা বেছে নিয়েছে আকাশপথকে। সপ্তাহের ৫দিনই সৈয়দপুর-ঢাকা রুটে চলাচল করছে বেসরকারি বিমান ইউনাইটেড এয়াওয়েজ। ওইসব যাত্রীরা বিমানে সৈয়দপুরে আসছেন, সেখান থেকে এ্যাম্বুলেন্সের রোগি হয়ে গন্তব্যে চলে যাচ্ছেন। এ কারণে বিমানবন্দরে সরকারি-বেসরকারি এ্যাম্বুলেন্স সার্ভিস সারি সারি দাঁড়িয়ে থেকে বিমান যাত্রীদের তুলছেন। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারীর যাত্রীদের নিয়ে হুইসেল বাজিয়ে ছুটিয়ে চলছে এ্যাম্বুলেন্স। এ ক্ষেত্রে যাত্রীকে শুইয়ে অথবা স্যালাইন পুস করে অথবা অক্সিজেন লাগানোও হচ্ছে লোক দেখানোর জন্য।