নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে ধান-সরিষা-ধান শস্য বিন্যাস প্রযুক্তির অন্তর্ভূক্ত আধুনিক জাতের সরিষা চাষের উপর দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর শনিবার ইউএসএইড-এর আর্থিক সহযোগিতায় পরিচালিত সিরিয়াল সিস্টেমস ইনিশেয়েটিভ ফর সাউথ এশিয়া (সিসা) বাংলাদেশ প্রকল্পের উদ্যোগে প্রশিক্ষণটি আয়োজন করে সিসা প্রকল্পের পার্টনার গবেষণা উন্নয়ন সংস্থা (এনজিও) রিসার্চ ইনিশেয়েটিভ বাংলাদেশ (রিইব)। সৈয়দপুর উপজেলার খালিশা বেলপুকুরে ওই প্রশিক্ষণ কর্মসূচির প্রধান সমন্বয়ক চিলেন সিসা- ইরি’র কৃষি উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ মিযাজী। ৩০ জন কৃষক এই প্রশিক্ষনে অংশগ্রহণ করেন।