সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ সাপাহারে হাপানিয়া কৃষ্ণসদা সীমান্তে আটককৃত নাজমুল (৩২) নামের এক বাংলাদেশীকে আটকের পর পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
গতকাল রোববার সকাল ১০টায় হাপানিয়া সীমান্তের ২৩৬ নং পিলার এলাকায় দু’দেশের কোম্পানী পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে নাজমুল কে ফেরত দেওয়া হয়। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন নিতপুর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার কাজী আব্দুল গনি ও ভারতে পক্ষে নেতৃত্ব দেন পান্নাপুর বিএসএফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অমেত কুমার। নিতপুর কোম্পানী কমান্ডার কাজী আব্দুল গনি জানান, পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত নাজমুল কে সাপাহার থানায় সোপার্দ করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূর ইসলাম জানিয়েছেন পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত নাজমুল নামের বাংলাদেশীকে এখনো থানায় সোপর্দ করা হয়নি।
উলেখ্য, শনিবার দুপুরে হাপানিয়া সীমান্তের ২৩৫ নং মেইন পিলার এলাকা দিয়ে ভারতে প্রবেশ করার সময় পান্নাপুর বিএসএফ ক্যাম্পের টহলদল নাজমুল কে আটক করে। আটককৃত নাজমুল কৃষ্ণসদা গ্রামের জমসেদ আলীর ছেলে বলে জানা গেছে।