পিরোজপুর প্রতিনিধি : মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ফাসির দন্ডাদেশ প্রাপ্ত জামায়াত নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার বাদী পক্ষের ৮ম স্বাক্ষী মোস্তফা হাওলাদারকে শনিবার রাতে কুপিয়ে গুরুতর আহত করেছে স্বশস্ত্র সন্ত্রাসীরা। এসময় বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তার স্ত্রী হাসিনা বেগমকেও কুপিয়ে আহত করে। ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান , শনিবার উপজেলার হোগলাবুনিয়া গ্রামের মৃত ইউসুফ আলী হাওলাদারের ছেলে মোস্তফা হাওলাদার ও তার স্ত্রী ঘরে ঘুমিয়ে ছিল। রাত তিনটার দিকে সন্ত্রাসীরা সিঁদ কেটে ঘরের ভিতরে প্রবেশ করে। এ সময় তার স্ত্রী হাসিনা বেগম টের পেলে কে বলে চিৎকার করলে সন্ত্রাসীরা তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে মোস্তফার মাথায় মারাত্মক জখম হয় ও তার স্ত্রীর হাত কেটে যায়।
ভোর চারটার দিকে তাদেরকে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দুজনকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে পাঠান হয়। খুলনা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন মোস্তফার অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন তার আত্মীয়রা । পুলিশ সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা চালচ্ছে।