রবিবার , ৮ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সবজির দাম কম : হতাশ রাজারহাটের চাষীরা

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৮, ২০১৩ ৫:৪৪ অপরাহ্ণ
সবজির দাম কম : হতাশ রাজারহাটের চাষীরা

রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা  : কুড়িগ্রামের রাজারহাটে সবজি চাষ করে হতাশায় ভুগছে রাজারহাটের কৃষকরা। কুড়িগ্রামের অন্যান্য উপজেলার চেয়ে রাজারহাটে সব চেয়ে বেশী সবজির চাষ হয়। প্রতি বছর কৃষকরা সবজি চাষ করে ব্যাপক লাভবান হয়। এই এলাকার সবজি বাহিরের অনেক জেলায় রপ্তানী করে সবজি দিয়ে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটায়। কিন্তু এবারে সবজির ব্যাপক চাষাবাদ হলেও দাম না থাকায় হতাশ হয়ে পড়েছে এই এলাকার চাষীরা। সবজির বাজার ঘুরে দাম জানা যায়, আলু ১৬, বেগুন ১০, মুলা ৬, পটল ১৬, ছিম ২০, শসা ১৫, ফুলকপি ১০, বাঁধাকপি প্রতিপিছ ১০, ভটবটি ২০, লাউ ১৫, গাজর ১০, কাঁচামরিচ ৩০, রসুন ৬০, লালশাক ১০, সরিষা শাক ৬, লাউ শাক ১০, নাপা শাক ১০ এবং পেঁপে কেজি প্রতি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ব্যাপারে ছিনাই ইউপি’র সবজি চাষী খলিলুর রহমান আফজাল হোসেন, রাজারহাট সদর ইউপি’র আতিয়ার রহমান, মোসলেম উদ্দিন, রতিন্দ্র নাথসহ আরো অনেক চাষী জানান, আমরা প্রতি বছর সবজি চাষ করে ব্যাপক লাভবান হই। এবারেও ব্যাপক সবজির চাষাবাদ করি এবং সবজির বাম্পার ফলনও হয়েছে। কিন্তু হরতাল-অবরোধের কারণে সঠিক সময় বাহিরের জেলায় সবজি রপ্তানী করতে না পারায় আমরা ব্যাপক লোকসান গুণছি। এমনকি অনেক সবজি ক্ষেতেই নষ্ট হয়ে যাচ্ছে। এ ধরনের হরতাল-অবরোধ থাকলে সবজি চাষের পিছনে আমরা যে অর্থ ব্যয় করেছি সেই অর্থ সবজি বিক্রি করে আসবে কিনা এ নিয়ে আমরা দুঃশ্চিন্তায় আছি।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!