রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে দোকানের তালা কেটে প্রায় অর্ধ লক্ষ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভেটি স্ট্যান্ডে। ভেটি গ্রামের আব্দুর রশিদের ছেলে দোকান মালিক হাসান জানান, শনিবার রাতে ওই স্ট্যান্ডে অবস্থিত দোকানের তালা কেটে চোরেরা কম্পিউটার, পিচি সহ প্রায় অর্ধ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় ।
এব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুলাহ আল মাসউদ চৌধুরী জানান, ঘটনাটি শোনার পরই সেখানে অফিসারকে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।